বাগনানে নবম শ্রেনীর ছাত্রী রহস্য খুনের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত বাবা, মা ও ছেলে


সোমবার,০৬/০৮/২০১৮
746

বাংলা এক্সপ্রেস---

গত ২৬/৭/১৮ বাগনানে নবম শ্রেনীর ছাত্রী রহস্য খুনের ঘটনায় ফেরার হওয়া অভিযুক্ত তিন জন বাবা মা ও ছেলে, মহিতোষ মন্ডল, সুস্মিতা মন্ডল ও শুভময় মন্ডল কে ৩/৮/২০১৮ তারিখে চেন্নাই কাঞ্জীপুরম থেকে গ্রেপ্তারের পর আজ ভোরে তাদের চেন্নাই থেকে নিয়ে আসা হয় উলুবেড়িয়ায়। এদের বিরুদ্ধে ৩০২,২০১,৩৪ এই তিন ধারায় মামলা করা হয়েছে এদের মধ্যে বাবাও মা মহিতোষ মন্ডল ও সুস্মিতা মন্ডল কে আজ উলুবেড়িয়া আদালতে তোলা হলে সাত দিনের pc দেওয়া হয়। ছেলে শুভোময় কে বয়স কম হওয়ায় জুভিনাইল কোর্ট লিলুয়া পাঠানো হয়। তাকে সাত দিনের pc চাওয়া হচ্ছে। বাবা ও মা কে উলুবেড়িয়া আদালত থেকে নিয়ে যাবার সময় বিজেপির কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে। বিজেপি অভিযুক্তদের ফাসীর দাবী জানায়।

https://youtu.be/S09_eX5Pvf8

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট