ভারতীয় ফুটবলের ঐতিহাসিক দিন আজ


সোমবার,০৬/০৮/২০১৮
856

বাংলা এক্সপ্রেস---

আজ ভোরের টি ভির পর্দায় চোখ ছিল গোটা ভারতবাসীর। আজকের ম্যাচ ছিল আর্জেন্টিনা বনাম ভারতীয় দলের ফুটবল ম্যাচ। অসাধারণ ম্যাচ উপহার দিল ভারতীয় দল। আর্জেন্টিনা কে ২-১ গোলে হারাল ভারতীয় দল। এই সাফল্যলাভ মুগ্ধ করেছে গোটা দেশবাসীকে। আর্জেন্টিনা মত বিশ্বসেরা ফুটবল দল কে হারিয়ে উচ্ছসিত ভারতীয় দল।ভারতের দলে ছিল তারুণ্যর ছোঁয়া।

সব মিলিয়ে বলা যেতে পারে ভারতীয় ফুটবলের ঐতিহাসিক দিন আজ। কিছু দিন আগে ভারতীয় ফুটবল দল নিয়ে নানান তর্ক বিতর্ক ও ভারত কোনদিন বিশ্বকাপ ফুটবল খেলতে পারবে কি না তা নিয়ে নানান মতাদর্শ উঠে এসেছে!! তবে সমালোচক দের যোগ্য জবাব দিল ভারতীয় এই দল। শুরু হল এক নতুন পথচলা। ভারতের ফুটবলে এই নয়া সাফল্য নজর কেড়েছে ফুটবল বিশেষজ্ঞ দের। ভারতীয় দলের এই জয়লাভ অন্যান্য ম্যাচ গুলিতে এগিয়ে রাখবে ভারতীয় ফুটবল দল কে।

এবারবাংলা এক্সপ্রেসআপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট