কুলতলিতে শিবের জলাভিষেকে মানুষের ঢল


সোমবার,০৬/০৮/২০১৮
475

গোপাল ঠাকুর---

কুলতলি:  বাঙালীর বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। সেই সব অনুষ্ঠানের অঙ্গহিসাবে শ্রাবণ মাসের শেষ দুটি সোমবার শিবের “জলাভিষেক” এ মেতে উঠলো সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ জন।সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগণা জেলার কুলতলি থানার দেউলবাড়ীর শ্যামনগর গ্রাম সংলগ্ন মাতলা নদীর তীরে “শিবের জলাভিষেক” অনুষ্ঠানে মেতে উঠলেন গ্রামবাসীরা।

“শিবের জলাভিষেক” প্রসঙ্গ এলাকার বিজেপি নেতা উত্তম হালদার বলেন “শ্যাম নগর গ্রামের মাতলা নদী সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রান্তের লোকজন এসে মাতলা নদীতে নেমে স্নান করে শিবের উদ্দেশ্যে জল দিয়ে পুজা দেন। অনেকেই আবার নদীতে স্নান করতে গিয়ে মানতও করেন।এমন ভাবেই কুলতলিতে সুন্দরবন সংলগ্ন মাতলা নদীতে “শিবের জলাভিষেক” অনুষ্ঠান ধারাবাহিক ভাবে হয়ে আসছে।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট