টেস্ট কেরিয়ারে এই প্রথম শীর্ষ এ উঠে এলেন ভারতীয় অধিনায়ক। এর আগে এই স্থানে ছিলেন স্টিভ স্মিথ।সম্প্রীতি ভারতীয় ব্যাটসম্যান দের মধ্যে বিরাট কোহলি এই কৃতিত্ব অর্জন করিলেন। ভারতীয়দের মধ্যে এই মরসুমে তিনি সেরা। এর আগে এই স্থানে ভারতীয় ক্রিকেটার দের মধ্যে ছিলেন শচীন তেন্ডুলকার। তার এই পারফরমেন্স এর সুবাদে আজ বিরাট কোহলি এই স্থান দখল করলেন। ইংল্যান্ড এর চলতি সিরিজে তার পারফরমেন্স নজর কেড়েছে ক্রিকেট প্রেমী দের।বিরাটের এই কীর্তি আরো এক পালক যোগ করল বিরাটের মুকুটে।
বিরাটের বিরাট কীর্তি
সোমবার,০৬/০৮/২০১৮
827
বাংলা এক্সপ্রেস---