বিদেশের মাটিতে সাফল্যলাভ বাংলার সামির


রবিবার,০৫/০৮/২০১৮
801

বাংলা এক্সপ্রেস---

বিদেশের মাটিতে বরাবর ভালো ফলাফল রয়েছে বাংলার পেসার মহম্মদ সামির। তার বোলিং গতি ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র।ইংল্যান্ড এর বিরুদ্ধে টেস্টে তিনি একের পর এক তারকা ক্রিকেটার কে যখন প্যাভিলনে পাঠাচ্ছিলেন তখন উচ্ছসিত ভারতীয় শিবির।চলতি টেস্টে ভারতীয় দলে তিন পেসার উমেশ যাদব, শামি, ইশান্ত। এছাড়া অল রাউন্ডার হিসাবে আছেন হার্দিক পান্ডিয়া। প্রথম থেকেই ইংল্যান্ড দলকে চাপে রেখেছিল বাংলার এই পেসার।মাঠে বাড়তি চাপ নিয়ে তিনি খেলতে পারেন।সব মিলিয়ে বিদেশের মাটিতে তার সাফল্য আজ বাংলার গৈরব।

শুরুতেই তিনি একের পর এক আক্রমণ আনেন ইংল্যান্ড শিবিরে। বাংলার এই পেসারের নয়া সাফল্য আজ প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট গবেষক দের। মহম্মদ সামির এই সাফল্য পরবর্তি ম্যাচ গুলিতে আশার আলো দেখাচ্ছে। ইংল্যান্ড এর হয়ে রুট ভালো ব্যাটিং করেন। একের পর এক ভারতীয় ক্রিকেটার যখন আউট হচ্ছিলেন, তার পরেও বেশ কিছুক্ষণ মাটি কামড়ে পড়ে ত্থাকেন সামি।সামি ছাড়াও অশ্বিন এর জোরালো স্পিন বোলিং কাপিয়ে দিয়েছে ইংল্যান্ড শিবিরকে।বিদেশী ব্যাটসম্যান গুলিকে যত দ্রুত সম্ভব ফেরানো লক্ষ্য ছিল ভারতীয় বোলারদের। এদিন জেনিংস কে বোল্ড করেন সামি।এছাড়া মালানকে ফেরান তাড়াতাড়ি। ব্যাটিং ব্যার্থতাই জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়ে ছিল ভারতীয় শিবিরে।বাংলার পেসার কে নিয়ে পরের ম্যাচে নতুন রঙ খুঁজছে ভারতীয় দল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট