বেশ কিছুদিন ধরে AADHAAR আবার খবরের শিরোনামে। এবার AADHAAR এর বিরুদ্ধে অভিযোগ উঠলো তর্থ চুরির এবং তা সরাসরি আমার আপনার স্মার্ট ফোন থেকে। যাকে কেন্দ্র করে হোয়াটস্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সরগরম , আবার কেউ কেউ এই সুযোগে মিথ্যা সংবাদ ও ছড়াচ্ছে। ঘটনার সূত্রপাত হলো বেশ কিসু এন্ড্রয়েড ফোন কন্টাক্ট বুকে স্বয়ংক্রিয় ভাবে UIDAI নামে একটি কন্টাক্ট নম্বর ১৮০০৩০০১৯৪৭ অ্যাড হওয়া। এর ফলে অনেকেই বলতে লাগলো যে সরকার সবার ফোন আড়ি পাতছে। কেউ আবার বলতে লাগলো সবার ফোন হ্যাক হয়ে গেছে, ইত্যাদি।
গুগল আজ বিষয় টা পরিষ্কার করলো যে , আসলে ২০১৪ সালের এন্ড্রোইড এর ভার্শনে আপদ কালীন নম্বর হিসাবে UIDAI নম্বরটি তারা যুক্ত করে। এর পিছনে কোনো সরকার , মোবাইল কোম্পানি , মোবাইল অপারেটর কেউ দিয়ে নই। গুগল এর মুখপাত্র বলেন এই নিয়ে ভয়ের কোনো কারণ নাই , তাই শুধুমাত্র একটি নম্বর , চাইলেই যেকেউ সাধারণ ভাবে ডিলিট করে দিতে পারে। তিনি বলেন গুগল এই অপ্রত্যাশিত ঘটনার জন্য ক্ষমাপ্রাথী।