কাকুর বিরুদ্ধে মারধরের অভিযোগ, বেলদা থানায় অভিযোগ দায়ের


রবিবার,০৫/০৮/২০১৮
783

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর: কাকুর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল।বেলদা থানা অভিযোগ দায়ের করল নির্যাতিতা ওই তরুনী।ঘটনা বেলদা থানার ১৬ নং হেমচন্দ্র কানুনগো অঞ্চলের শশিন্দাতে।যৌথ পরিবারের সদর দরজা নিয়ে বিবাদ চলায় প্রতিবাদ করতে গেলে মারধোর করা হয় সুমনা ঘোষ নামে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে।অভিযোগ নিজের কাকু অরিন্দম ঘোষের বিরুদ্ধে।থানায় নিজের বাবা সত্য রঞ্জন ঘোষের সঙ্গে এসে সুমনা ঘোষ থানায় কাকু এবং কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

শুধু মার ধরই নয় প্রাণনাশের হুমকি দেওয়া হয় অভিযোগকারিণী সুমনা ঘোষ কে।দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ জানানো হয় বেলদা থানায়।এর আগে যুক্ত অরিন্দম ঘোষ তার স্ত্রী এবং তার বাবা মা মিলে অত্যাচার চালায় অভিযোগকারিণীর বাবা সত্যরঞ্জন ঘোষের উপর।মাসখানেক আগে এই মারধরের ঘটনায় থানায় অভিযোগ করা হয়।তার রেশ না কাটতেই আবারো চড়‍াও হয় তাদের উপর।অভিযোগকারিণীর বাবা সত্য রঞ্জন ঘোষের দাবি-“একমাস আগে মারধর করে নিজেরই ভাই অরিন্দম ঘোষ।থানায় অভিযোগ করা হয় কিন্তু আজ সকালে ঘরের সামান্য বচসা নিয়ে আমার মেয়ে সুমনা ঘোষ কে লাথি ঘুষি মারে।সমস্ত সম্পত্তি হাতানোর কারণে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় আমার মেয়েকে।আজকে বেলদা থানায় অভিযোগ দায়ের করি।দিনের পর দিন এই ঘটনার পুলিশি তদন্তের আশা করছি।”

অভিযোগকারিণীর হাতে গুরুতর চোট থাকায় বেলদা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার তদন্তে বেলদা থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট