বন দফতরের উদ্যোগে ঝাড়গ্রামের রাস্তা সাজছে বাহারি ফুলগাছে


রবিবার,০৫/০৮/২০১৮
529

বাংলা এক্সপ্রেস---

ঝাড়গ্রাম:- এবার বন দফতরের হাত ধরে সাজছে অরণ্য শহর ঝাড়গ্রাম। মরশুমি বাহারি ফুলের রং বেরঙের গাছ চোখের শান্তি আনবে। সবুজ অরণ্য শহরের রাস্তার ধারগুলিতে শোভা আনবে জ্যাকারান্ডা,কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বকুল, পলাশ,জারুলিয়া, বহুনিয়া সহ আরো বাহারি ফুল। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম তাজ ঋজু শাল গাছের সারি। এবার সেই তাজকে আরও রঙিন করে তুলবে শহরের তুলনামূলক নিরালা রাস্তাগুলোর ধারে বাহারি ফুল। ঝাড়গ্রাম বন দফতর ‘মিশন ড্রিম ইন্ডিয়া’ প্রকল্পে ঝাড়গ্রাম পুরসভার অন্তর্গত বিভিন্ন রাস্তাগুলোর ধারে সুন্দর রঙিন অর্নামেন্টাল তথা বাহারি ফুলের গাছ লাগানো হচ্ছ্র। আর এতে করে পুর শহর, জেলা সদর ঝাড়গ্রামের সৌন্দর্য আরও বাড়বে তা নিশ্চিত করে বলা যায়। রবিবার সকালে শহরের সারদাপিঠ মোড় থেকে পেপারমিল মোড় পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা নানা প্রজাতির ফুলের গাছ লাগানো হয়। এদিন উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ এস হোলেইচ্চি, সমস্ত এডিএফও এবং শহরের সারদাপিঠ বিদ্যালয়ের শিক্ষিকারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট