পশ্চিম মেদিনীপুরে মিড ডে মিলের চাল পাচার করতে গিয়ে ধরা পড়ল স্কুলের নিরাপত্তারক্ষী


রবিবার,০৫/০৮/২০১৮
452

বাংলা এক্সপ্রেস---

পশ্চিম মেদিনীপুর:- মিড ডে মিলের চাল পাচারের সময় চালের বস্তা বোঝাই ভ্যান আটক করলেন গ্রামবাসীরা। ঘটনাটি পঃ মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের।জানা গেছে, আজ বেলা ১১টা নাগাদ একটি ভ্যানে করে ১৩ বস্তা চাল নিয়ে যাচ্ছে ডাবচা নবকোলা হাইস্কুলের এক নিরাপত্তারক্ষী সহ কয়েকজন। তা দেখে সন্দেহ হওয়া এক গ্রামবাসী গড়বেতা ৩নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রামদয়াল পান্ডেকে জানান। খবর পেয়েই তারা তড়িঘড়ি ছুটে এসে দেখেন নিরাপত্তারক্ষী সহ ওই ব্যাক্তিরা বাজারে চালের দোকানে ওই ১৩ বস্তা চাল ওজন করাচ্ছে। তখনই তারা বিক্রি আটকান ও আটক করেন চালের বস্তাগুলি।
সহ সভাপতি জানিয়েছেন আজ রবিবার তাই কাল বিষয়টি বিডিওকে জানানো হবে। আপাতত চালের বস্তাগুলি পঞ্চায়েত দপ্তরেই রাখা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট