ঝাড়গ্রামে শুরু শ্রাবণী মেলা, লােক সংস্কৃতি ও পর্যটন উৎসব


রবিবার,০৫/০৮/২০১৮
864

কার্ত্তিক গুহ---

ঝাড়গ্রাম: উদ্বোধনের দিনই জমে উঠল শ্রাবণী মেলা। রবিবার থেকে শুরু হল ১৬ তম ঝাড়গ্রাম শ্রাবণী মেলা, লােক সংস্কৃতি ও পর্যটন উৎসব। রবিবার সন্ধ্যায় উৎসবে উদ্ধোধন করেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি। শহরের অফিসার্স ক্লাব মাঠে মে ও উৎসব উপলক্ষে রয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় পাঁচশাে শতল। প্রতি সন্ধ্যায় থাকছে সাংস্কৃতি অনুষ্ঠান। ১৮ দিনের মেলা চলবে আগামী ২২ অগস্ট পর্যন্ত। উদ্যোক্তা অরণ্যশহরের রঘুনাথপুর সর্বজনীন দুর্গা পুজো কমিটি।

মেলা উপলক্ষে বিনামূল্যে রক্ত পরীক্ষা, থ্যালাসেমিয়া বাহক নির্ণয়, চোখ পরীক্ষা, স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা রয়েছে। মেলা প্রাঙ্গণে সকলের প্রবেশ অবাধ। রয়েছে নানা মনােরঞ্জনের মেলা কমিটির যুগম সম্পাদক চন্দন শতপথী জানালেন, প্রশাসন ও এলাকাবাসীর সম্মিলিত সহযােগিতার কারণেই ষােলাে বছর ধরে এত বড় উৎসবের আয়ােজন করা সম্ভব হচ্ছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট