হত্যা করো আমায় -মানুষ আমি


রবিবার,০৫/০৮/২০১৮
1162

আপ্পি হ্যান্স---

হত্যা করো আমায়, মানুষ আমি–
হত্যা করো বিবেক
রক্তের চেয়েও দামি!
যেখানে ইচ্ছা চালাও; তার বিশ্বাসী ছুরি
ঘর পুড়ছে হৃদয় পোড়ে, রাষ্ট্রে মজবুরি-

ছিঁড়ে ফেলে মাতৃভূমি হায়নারা কেন খায়?
মহামানবের সাগর তীরে কোন হুকুমত জারি-
জবেহ্ কর ত্রিশূলে গাঁথ, অধার্মিক শরীর
রক্তবমি লেগেছে তার বুকে; –যেন
মানচিত্রে ক্যান্সার- ‘Cure Genocide’
মানুষ সেতো ধর্মের পুতুল কর্মের কিবা ধারী!

আলো ফুরায়- মৈথুনে যায় অন্ধকার
Dear state
how long will you fuck me!
সমঝোতা চাই– আরো কত প্রকার?
Do you know businesses, take ride
how much my country?
আর কতো Genocide.!
Bloody bitch I know the tradition.,,

হত্যা করো আমায় -মানুষ আমি
হত্যা করো বিবেক- রক্তের চেয়ে দামি..

আপ্পি হ্যান্স

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট