১০০ ফুটের জাতীয় পতাকা


শনিবার,০৪/০৮/২০১৮
1185

বাংলা এক্সপ্রেস ---

আর কদিন পরেই সারা দেশ জুড়ে পালিত হবে ৭২ তম স্বাধীনতা দিবস। স্কুল কলেজ বা পাড়ার ক্লাব মোড় সর্বত্রই জাতীয় পতাকা উত্তোলিত হবে। এই দিনে দেশ ভক্তির হিরিক চোখে পড়ে সারা দেশে। সকাল সকাল আবেগ ঘন মুহূর্ত আমাদের মন কে নাড়া দেয়। এবছর এসব কিছুর বাইরে বাড়তি পাওনা ১০০ ফুটের জাতীয় পতকা। বৃহৎ এই পতকা উত্তলের সাক্ষী হতে চলেছে সকল দেশ বাসি।
পশ্চিম বঙ্গের মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবছর ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমবার কলকাতায় উত্তোলন হতে চলেছে এই ১০০ ফুটের জাতীয় পতাকা।
কলকাতার এমন স্বাধীনতা দিবস নিয়ে উন্মাদনার সাক্ষী থাকবে সারা দেশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট