বিরাট এর এই আগ্রাসন নতুন কিছু নয়। প্রতিপক্ষ বোলারদের দুরমুশ করে রাজকীয় মেজাজে কোহলি। ২২৫ বলে ১৪৯ রানের ইনিংস পালটে দিল ম্যাচের রঙ। প্রতিকুলতা কে কিভাবে আয়ত্বে আনতে হয় তা তিনি জানেন। বিরাটের এই ইনিংস নতুন তরুন ক্রিকেটার দের অনেক কিছু শেখাবে। বিদেশের মাটিতে তার সাফল্য নজর কেড়েছে ক্রিকেট প্রেমী দের। তার ব্যাটিং রহস্য আজও সকলের অজানা।যথা সময়ে তার ব্যাট ঝলসে ওঠে। বিরাটের এই ইনিংস ছিন্নবিচ্ছিন্ন করে দিল রুটদের।প্রথম থেকে চাপে থেকেও দলকে সুবিধাজনক স্থানে নিয়ে যেতে একমাত্র তিনিই পারেন। ভারতীয় ক্রিকেট এর ইতিহাসে বিরাট এর আগ্রাসন মেজাজে প্রতিপক্ষ কে যে কোন মুহুর্তে চাপে ফেলে দিতে পারে তা আজ অজানা নয়।সব ফরম্যাট এ তিনি সেরা। তিনি বিরাট কোহলি।ভারতের ক্রিকেট ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র।
বিদেশের মাটিতে রাজকীয় মেজাজে বিরাট কোহলি
শনিবার,০৪/০৮/২০১৮
894
বাংলা এক্সপ্রেস---