ভাঙড়: ভাঙড় কাশিপুর থানার ভোগালি 2 নং গ্রামপঞ্চায়েত উদ্যোগে কাল দিবস পালন করা হয়। ৯১ বাস স্ট্যান্ড থেকে পথসভা শুরু করে ভাঙর বাজার ঘুরে শিস হসপিটালে শেষ হয়।মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙড়ে ব্লক সভাপতি ওহিদুল ইসলাম।তিনি বলেন, অসমে বাংলইকে নাগরিকপঞ্জি থেকে বাদ দেওয়া হয়েছে,আমরা তাঁর তীব্র প্রতিবাদ জানায়”।
সমগ্র সভাটি উরদোক্তা ভোগালি ২নং উপ প্রধান মোদার্সের হোসন,অসমে বিজেপি শাসন চললে, কেন্দ্রের এমনবীকে মোদি সরকার এমন ঘটনা ঘটেছে, তাদের বাসন্থান না দিলে আগামীদিনে আমরা আরো বড় কর্মসূচি নেব।”পথ সভায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে।
ভাঙড়ে তৃণমূলের কালা দিবস পালন
শনিবার,০৪/০৮/২০১৮
640
কাজী হাফিজুল---