অমর শিল্পি কিশোর কুমার কে মরোনত্তর ভারত রত্ন দেওয়ার দাবী জানালেন তৃণমুল কংগ্রেসের নেতা মন্ত্রী থেকে হাওড়া শহরের মানুষ ।আজ কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে কলকাতার ধর্মতলা থেকে হাওড়ার শালকিয়া ধর্মতলা পর্যন্ত কিশোর কুমারের স্মরনে ৬ কিলোমিটার পদযাত্রায় অংশ নেন শহরের মানুষ ।হাওড়ার সালিকিয়ার কিশোর কুমার ফ্যান ক্লাবের উদ্যোগে পদয়াত্রায় নেত্রিত্ত্ব দেন মন্ত্রী লক্ষি রতন শুক্লা সহ হাওড়ার তৃণমুল কংগ্রেসের বেশ কিছু নেতা নেত্রী ।ছিলেন একঝাঁক এই প্রজন্মের ক্রিকেটার , গায়ক- গায়িকা ,অভিনেতা অভিনেত্রী সহ শহরের সাধারণ মানুষ । গায়ক ইমন,অভিনেতা সোহম সব বিশিষ্ট মানুষরা পদয়াত্রায় পা মেলান । মিন্ত্রী কিশোর কুমারের গান গেয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।তিনি বলেন,কিশোর কুমারের মতো মহান শিল্পিকে উপযুক্ত মর্যাদা দেওয়া হয়নি ।তাকে জীবিত কালেও নানা ভাবে অবহেলা করা হয়েছে ।তাই তারা কিশোর কুমারকে মরোনত্তর ভারত রত্ন দেওয়ার আবেদন জানান।
অমর শিল্পি কিশোর কুমার কে মরোনত্তর ভারত রত্ন দেওয়ার দাবী জানালেন তৃণমুল কংগ্রেসের নেতা মন্ত্রী থেকে হাওড়া শহরের মানুষ
শনিবার,০৪/০৮/২০১৮
473
বাংলা এক্সপ্রেস---