ভরসা


শনিবার,০৪/০৮/২০১৮
528

সুব্রত গোলদার---

ভরসা

অচেনা পথে তুমি চেনা পথযাত্রী
আমায় দেখে তোমার উৎকণ্ঠিত মুখের এক ঝলক হাসি,
আজও খুব মনে পড়ে
তুমি নিশ্চিন্তে তোমার মাথাটাকে
রেখেছিলে আমার কাঁধে,
তোমার এলোমেলো চুলে
ঢেকে যাচ্ছিলো আমার মুখ,
সহযাত্রীরা দেখছিলো আমায়
লজ্জায় ক্রমাগত হারিয়ে যাচ্ছিলাম
কিন্তু তোমাকে ধাক্কামেরে জাগাতে পারিনি কারন,
তোমার এ ভরসাকে শ্রদ্ধা করি আমি

-সুব্রত গোলদার

এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট