বন্ধু আমি তোমারই—-


শুক্রবার,০৩/০৮/২০১৮
1034

সুভাষ চন্দ্র দাশ---

বন্ধু যেদিন আমি এ পৃথিবীর মায়া ত্যাগ করে,
যাবো চলে দুর বহু দূরে—–
সেদিন তোমাকে সাময়িক ভাবে ভুলে যাবো,
যদি সময় হয় ঘুরে যেও মোর সমাধি ধারে!

শুকনো ঝরা বকুলের মতো যদি মনে রেখো-
অন্তরের আয়নাতে দেখতে পাবে,
অামি তোমারই সাথে আছি সর্বক্ষণ-
তুমি কি বন্ধু আমাকে ভুলে যাবে?

গোলাপের কাঁটায় বিদ্ধ ঠিকই,
তবুও তো প্রেমের ইঙ্গিত দেয়-
ক’জনে বা মনে রাখে প্রেম,
খেয়া তরী যদি ডুবে যায়!

বন্ধু তোমার হৃদয়ে পেয়ে স্থান-
শুনেছি নানান চড়াই-উৎরাইয়ের কাহিনী,
দেখেছি পৃথিবীর অন্তরঙ্গ ভালোবাসা-
তোমাকে ছেড়ে কোথাও অার যাওয়া হয়নি!

মৃত্যুর পরও পাশে রবে বন্ধু ,
আমি লুকিয়ে দেখবো পাহাড়ের গুহায়-
তারপরে ও ভুলে যেতে পারো,
দুঃখ হবে না যদি থাকো অামার অন্তিম শয্যায়!

যদি কলঙ্কিত চাঁদ আলোকিত করে ধরণী,
পারবে না সূর্য্যের ন্যায় তীব্র উজ্জ্বব আলো দিতে-
সমাধির উপর দুটি নয়ন রেখে অপলক তাকিয়ে,
ভুলে যেওনা দুফোঁটা অশ্রু ফেলতে!

বন্ধু আমি ছিলাম,আমি থাকবো,
আমার এ অন্তরে তোমারই পদরেণু আকাঁ রবে-
সাতরঙা রামধনুর ন্যায় দেখবে তোমায়-
নীল ঘন আকাশের আড়ালে!

যতদিন এ পৃথিবীতে বন্ধু শব্দ হবে উচ্চারিত
রব সেই দীর্ঘ সময় জীর্ণকায়
তারাদের সাথে মিশে যাবো
যেদিন থাকবেনা বন্ধু শব্দ মিশে যাবো চিতায়!

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট