নদিয়া: মেয়ের সঙ্গে সম্পর্কের বাঁধা দেওয়ায় খুন মেয়ের এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম অমর বিশ্বাস(৪৬)।ঘটনাটি ঘটেছে নদিয়ার হাসখালি থানার ঘাগার চর। সূত্রের খবর,অমর বিশ্বাসের মেয়ের সঙ্গে বছর দেড়েক আগে বিয়ে হয় স্থানীয় এক যুবকের। সেই সংসার ছেড়ে মেয়ে চলে আসে বাপের বাড়িতে। বাপের বাড়িতে এসে ও প্রতিবেশী এক যুবক পার্থ মন্ডলের সঙ্গে গড়ে ওঠে সম্পর্ক।সেই সম্পর্ক বাবা মেনে না নেওয়ায় অন্য এক জায়গায় মেয়ের বিয়ে ঠিক করে অমর বিশ্বাস। পার্থর চক্ষুশূল হয়ে ওঠে অমর।আজ সকালে পার্থ মেয়ের বাবা অমরকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করে।ঘটনার পর থেকে পলাতক পার্থ। পার্থর খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।
মেয়ের সঙ্গে সম্পর্কের বাধা দেওয়ায় খুন
শুক্রবার,০৩/০৮/২০১৮
566
বাংলা এক্সপ্রেস---