ব্যাবসায়ীক কাজে বেরিয়ে নিখোঁজ স্বর্ণ ব্যাবসায়ী সন্টু দাস। দুশ্চিন্তায় ব্যাবসায়ীর পরিবার।গুপ্তিপাড়া স্টেশন বাজার এলাকার ব্যাবসায়ী সন্টু দাসের বাড়ির কাছেই সোনার দোকান। কিছু সোনা আর ইমিটেশানের জিনিস কিনতে রানাঘাটে যাবেন বলে বের হন গতকাল সকাল দশটা নাগাদ। গুপ্তিপাড়া ঘাট পার হয়ে নদীয়ার শান্তিপুর থেকে রানাঘাট যাওয়ার কথা ছিল তার। বিকালের মধ্যে বাড়ি না ফেরায় তাকে ফোন করা হয়।কিন্তু পাওয়া যায় না। রাত পর্যন্ত কোনো খোঁজ না মেলায় নদীয়ার তাহেরপুর থানায় ডায়রি করে, বলাগড় থানাতেও জানায় ব্যাবসায়ীর পরিবার। তার ফোনে রিং হলেও ফোন রিসিভ করছে না কেউ,জানানো হয়েছে পুলিশকে।বড় কোনো বিপদের আশঙ্কায় দুশ্চিন্তায় নিখোঁজ ব্যাবসায়ীর পরিবার।
ব্যাবসায়ীক কাজে বেরিয়ে নিখোঁজ স্বর্ণ ব্যাবসায়ী সন্টু দাস
শুক্রবার,০৩/০৮/২০১৮
497
সুমন করাতি---