প্রচার চালানো হচ্ছে তবুও হুঁস ফিরছে কোথায় সাধারণ মানুষের


শুক্রবার,০৩/০৮/২০১৮
509

আক্তারুল খাঁন---

হাওড়া: সবসময়ই প্রচার চালানো হচ্ছে তবুও হুশ ফিরছে কোথায়। ষ্টেশনে ওভার ব্রিজ থাকলেও সময় বাঁচাতে লাইন টপকানো বন্ধ নেই। দক্ষিণ-পূর্ব রেলের সাঁকরাইল ব্যস্ততম একটি স্টেশন। অধিকাংশ সময় ৪ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকে মালগাড়ি। কোনরকমে মালগাড়ির নিচ দিয়ে গলে প্লাটফর্মে উঠছে বহু যাত্রী। একটি লোকাল ট্রেন প্লাটফর্মে আসামাত্রই হুড়মুড়িয়ে নেমে এসে। একই ভাবে পুরুষ যাত্রী থেকে মহিলা যাত্রী সকলেই জীবনের ঝুঁকি নিয়ে মালগাড়ির নিচ থেকে গলে প্লাটফর্মের বাইরে বের হচ্ছে। সুব্রত মান্না নামে এক যাত্রী বলেন আর পি এফ ফাইন করলেও তবুও যেই কে সেই।কবে লাইন টপকানো ছেড়ে ওভারব্রিজ ধরে যাত্রীদের হেঁটে যাবার হুঁশ ফিরবে এর উত্তর কারো কাছে নেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট