এবার হ্যাকিং এর স্বীকার হল এক জুটমিল শ্রমিকের পরিবার


বৃহস্পতিবার,০২/০৮/২০১৮
784

বাংলা এক্সপ্রেস---

এবার হ্যাকিং এর স্বীকার হল এক জুটমিল শ্রমিকের পরিবার। ভদ্রেশ্বরের ডালহৌসি জুটমিল শ্রমিক গৌরহাটি গভ কোয়াটারের বাসিন্দা মনোজ সাউ এর স্তর ব্যাংক একাউন্ট রয়েছে বইদ্যবাটি এস বি আই ব্রাঞ্চে। মেয়ের চিকিতসার জন্য মালা দেবি টাকা ওঠাতে গিয়ে দেখে ১০ হাজার করে পর পর ১ লাখ ১০ হাজার টাকা কেউ তুলে নিয়েছে।ভেংগে পড়ে মহিলা। এরপর ব্যাংক ম্যানেজারকে বিষয়টি জানায়।থানায় অভিযোগ দায়ের হয়।ব্যাংক ম্যানেজার পরে দেখা করতে বলে মালা দেবিকে।

https://youtu.be/pCxIio6r2Cc

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট