রিলায়েন্স জিও সাথে পার্টনারশীপ করলো SBI


বৃহস্পতিবার,০২/০৮/২০১৮
1840

রাজু আলম---

রিলায়েন্স জিও পেমেন্টস ব্যাঙ্ক (Jio Payments Bank) পার্টনারশীপ করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) সাথে। যার অর্থ এখন থাকে জিও কাস্টমার ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) কাস্টমার দুই ধরণের কাস্টমার রা সুবিধা পাবে। এখন থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা “SBI YONO” যুক্ত হলো মাই জিও প্লাটফর্মে। আবার অন্যদিকে জিও ফোন কেনার সময় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) কাস্টমেরা স্পেশাল ডিসকাউন্ট বা সুবিধা পাবে।

জিও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) জন্য নেটওয়ার্ক কানেক্টিভিটি সুবিধা দেবে যার ফলে সে ব্যাঙ্কিং পরিষেবা আরো ভালো হবে বলে সে দাবি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) চেয়ারম্যান , রাজনীশ কুমার বলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ভারতের সব থেকে বড় ব্যাঙ্ক যা ভারতের সব থাকে বড় মোবাইল নেটওয়ার্ক এর সাথে যুক্ত হতে পেরে খুশি। এর ফলে সে ও রিলায়েন্স উভয় কাস্টমার উপকৃত হবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিস এর চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেন জিও ভালো পরিষেবা ও ডিজিটাল টেকনোলজি উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ যা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ও জিও উভয় কাস্টমেরা এর সুবিধা পাবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট