প্রতিশ্রুতি


বৃহস্পতিবার,০২/০৮/২০১৮
1131

সংহিতা---

প্রতিশ্রুতি
বলেছিলাম তোমার কাছে থাকব,
কথা রাখিনি আমিও
পুরনো স্মৃতি সবই রয়েছে
পুরনো হওনি তুমিও
যেদিন তোমায় দেখেছিলুম সেই প্রথম রাতে,
নিস্তব্ধ এই শহরের পথে
ছিলনাতো আমার হাত তোমার হাতে
তবু হাজার প্রশ্নের প্রতিকুলতা ভেঙে,
তোমার চোখে চোখ রেখেছি যবে
বয়স তখন! মাত্র পনের হবে।
মুচকি হেসে চাইলে তুমি..
আমার নয়ন পানে

বুকের ভেতর তোলপার হত, বুঝেছি সেই খনে
ভালবাসি,আমি তোমায় ভালবাসি!আর
তোমার এ আকাশে শুধু আমারই অধিকার।
তবে আজ কেন আমি হারিয়ে গেলাম বল?
তোমার এ আকাশে বিশ্বাস ই নেই!
আমার স্বপ্নের ঘর সব ভেঙে গেছে হায়!
তবে কেমন করে এ আকাশে আমি!!
সুখ ছড়াই বল?

তাইতো আজ বন্দী হয়েছি মনের মনিকোঠায়,
দু ফোটা অশ্রু জমিয়ে রেখেছি তোমার আঙিনায়,
তুমি ফিরে আসবে কি কাছে?
বারাবে কি দুহাত তোমার ভালোবাসার?
জানিনা সেদিন পারবো কি দিতে?
তোমার অবিশ্বাসের উপহার?
তবু বলেছিলাম তোমার কাছে থাকব,
নাইবা রইলাম আমি কাছে
সারাটিজীবন পাশে পাবে জেনো,
আমার এ ভালোবাসা নয় মিছে।

সংহিতা

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট