বেলডাঙ্গা গামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস বুধবার দুপুরে বেলডাঙ্গার দিকে যাচ্ছিল। বেলা দেড়টা নাগাদ যাত্রীবাহী বেসরকারি বাসটি ৩৪নং জাতীয় সড়কের আখেরমিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা একটি পন্যবাহী ট্রাককে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনার পরেই আহত যাত্রীদের আর্তনাদে স্থানীয়রা ছুটে আসে। আহত যাত্রী উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আহত যাত্রীদের অভিযোগ আখেরমিল এলাকায় ঢোকার আগেই বাস চালকের মোবাইলে একটি ফোন আসে। বাস চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে বাস চালাচ্ছিলেন। যাত্রীদের অনেকেই তাকে মোবাইল ফোনে কথা বলতে বলত বাস চালাতে নিষেধ করেছিল। কিন্তু তিনি কোন কোথায় কর্নপাত করেননি। কয়েক মিনিটের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। ঘটনার জেরে স্থানীয়রা ৩৪নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। দুর্ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
বহরমপুর–বেলডাঙ্গা গামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে
বুধবার,০১/০৮/২০১৮
712
বাংলা এক্সপ্রেস---