ফরাক্কাতে ফের জালনোট সহ গ্রেপ্তার এক।জালনোট পাচারের অভিযোগে মুবারক সেখ(৫২) নামে ওই ব্যাক্তিকে পুলিস গ্রেপ্তার করে। পুলিস সূত্রে খবর ধৃত মোবারক সেখের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার জৈনপুরন এলাকায়। সে মালদা জেলা থেকে জালনোটগুলি মুর্শিদাবাদে নিয়ে আসছিল পাচার করার উদ্দেশ্য নিয়ে। বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অন্তর্গত তিলডাঙ্গা রেলষ্টেশন এলাকা থেকে ৩লক্ষ টাকার জালনোট উদ্ধার করল ফরাক্কা থানার পুলিস। পুলিস গোপন সুত্রে খবর পেয়ে তিলডাঙ্গা রেলষ্টেশনে এক ব্যাক্তিকে আটক করে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২হাজার টাকার ১৫০টি জালনোট মোট ৩লক্ষ টাকার জালনোট উদ্ধার করে। ধৃত মুবারক সেখ জালনোটের ডিষ্টিবিউটার বলে পুলিস জানতে পেরেছে। তবে এই জালনোট চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিস। ধৃত ব্যাক্তিকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে তাকে ৫দিনের পুলিসি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিস সূত্রে খবর পাওয়া গেছে।
ফরাক্কাতে ফের জালনোট সহ গ্রেপ্তার
বুধবার,০১/০৮/২০১৮
755
বাংলা এক্সপ্রেস---