স্বামীর অবৈধ্য সম্পর্কের কথা জেনে ফেলায় খুন হতে হল স্ত্রীকে। মুর্শিদার বাবার বাড়ির লোকের অভিযোগ তাদের জামাই অভিযুক্ত হাবিবুল সেখ বেশ কিছুদিন ধরে অন্য মহিলার সঙ্গে অবৈধ্য সম্পর্কে জড়িয়ে পরে। তারপর থেকে তাদের মেয়ে মুর্শিদার সঙ্গে হাবিবুলের পারিবারিক অশান্তি শুরু হয় বলে মুর্শিদা তার বাবাকে জানিয়েছিল। বুধবার দুপুরে দৌলতাবাদ থানার বেনদাসপুর এলাকায় স্বামী হাবিবুল সেখ তার নিজের বাড়িতে মৃত স্ত্রী মুর্শিদা বিবিকে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ তুলল মৃতার বাবার বাড়ির লোকেরা।
মুর্শিদার বাবা জানায় জামাইকে অনেক বার বুঝিয়েও কোন লাভ হয়নি। বুধবার অবৈধ্য সম্পর্ক নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় বচসা। এরপর স্বামী হাবিবুল তার স্ত্রীকে নিজের ঘরে ডেকে ব্যাপক মারধোর করে এবং গলা টিপে স্ত্রীকে খুন করে। খুনের ঘটনা ধামাচাপা দিতে গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিস অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পর থেকে স্বামী, শ্বশুড়, শাশুড়ি পলাতক বলে জানা গিয়েছে।