আজ দুপুরে ভাঙড়ের পোলেরহাট এলাকাজুড়ে এক বড়সড় দুর্ঘটনা ঘটে। একটি স্কোরপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কামারে পাচিলে। সেই সময়ে পথে ছিলেন কয়েকজন সাধারনমানুষ ও মহিলা পথচারি।সাধারন মানুষ এর সাহায্য প্রান ফিরে পায় দুর্ঘটনা গ্রস্ত গাড়ির ড্রাইভার।কাশিপুর থানার পুলিশ ইতিমধ্যে ঘটনা স্থলে পোঁছেছে। এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।সাধারন মানুষ জানান এই গাড়ি কয়েক জন মহিলা পথচারি প্রান কেড়ে নিতে পারত।কিন্তু কোন রকম কিছু হয়নি।এখানে ড্রাইভার এর দায়িত্ব জ্ঞ্যান হীনতার পরিচয় পাওয়া যায়। সব মিলিয়ে নতুন করে উত্তেজনা ছড়ায় পোলেরহাট এলাক জুরে।পুলিশ গাড়িটিকে আটক করেছে ও ড্রাইভার সহ গাড়িতে থাকা আরো তিনজন কে কাশিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।সুতারাং এই ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত ড্রাইভার এর উপর।বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেলো সাধারণ মানুষ।
ভাঙড়ের পোলেরহাটে বড়সড় দুর্ঘটনা, এলাকাজুড়ে চাঞ্চল্য (ভিডিওসহ )
মঙ্গলবার,৩১/০৭/২০১৮
643
বাংলা এক্সপ্রেস---