হাড়োয়ায় কংক্রিট রাস্তার শুভ সূচনা করল: আব্দুল খালেক


মঙ্গলবার,৩১/০৭/২০১৮
622

কাজী হাফিজুল---

হাড়োয়া ব্লকের বকজুড়ি অঞ্চলের মাজমপুর গাবতলা ভাটা থেকে মথুরা নতুন মসজিদ পর্যন্ত কংক্রিট রাস্তার শুভসুচনা করল হাড়োয়া পঞ্চায়েত সভাপতি আব্দুল খালেক মোল্লা, অতিথিদের মধ্যে উপস্হিত ছিলেন পশ্চিমবঙ্গ ইমাম মোয়াজ্জীন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আজিজউদ্দিন, বিশিস্ট শিক্ষক মাওলানা মহিবুল ইসলাম, প্রধান হারান মন্ডল, সরকারি আধিকারিক সহ বকজুড়ি গ্রাম পঞ্চায়েত র সমস্ত সদস্য সদস্যাগন, সমগ্র অনুস্ঠানটি পরিচালনা করেন। রাস্তার শুভসুচনার পর আব্দুল খালেক মোল্লা বলেন ,”বিশ্ব বাংলার রুপকার মমতাময়ী মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক উক্তি রাস্তাই রাস্তা দেখাবে, ফলে আজ শহর শহরতলী থেকে গ্রাম বাংলা সর্বত্র ঝাচকচকে রাস্তা প্রমান দিচ্ছে রাজ্যে মুখোমন্ত্রী”।

আরও বলেন শুধুমাত্র রাস্তাই নয় মানবজীবনে প্রয়োজনীয় সমস্ত বিষয়ে তিনি উন্নয়নের কথা আজ আর নতুন করে বলার কোন অবকাশ নেই, সমস্ত কিছুই দিবালোকের মতো পরিস্কার, সন্তান মায়ের গর্ভে আসা থেকে ভুমিস্ট হওয়া পর্যন্ত সরকারি চিকিৎসা থেকে শুরু করে আর্থিক সহযোগীতার মতো মানবিক প্রকল্প সারা ভারতে আর কোথাও দেখাতে পারবে না, তারপর সেই সন্তানের পড়াশুনার জন্য সরকার স্কলারসিব সহ নানান সহযোগীতার মাধ্যমে তাকে উচ্চ শিক্ষার দায়ীত্ব নিচ্ছেন, কন্যাশ্রীতো বিশ্বনন্দীত প্রকল্প, রুপশ্রী, খাদ্যসাথী, সবুজসাথী থেকে শুরু করে উন্নয়নের কথা বলতে গেলে দিনের পর দিন সময় লেগে যাবে কিন্ত তাঁর উন্নয়নের কথা বলে শেষ হবে না। অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন, সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন সমাজসেবী রবিউল ইসলাম ও আমির হোসেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট