যাত্রী নিরাপত্তা ও সচেতনতায় রেলপুলিশ


মঙ্গলবার,৩১/০৭/২০১৮
464

সুভাষ চন্দ্র দাশঃ ক্যানিং ---

রেলযাত্রীদের কে নিরাপত্তা ও সচেতনা করতে উদ্যোগ নিল পূর্বরেল।শিয়ালদহ দক্ষিণ শাখার প্রতিটি ষ্টেশনে যাত্রীদের কে রেল পরিষেবা এবং বিপদে কি করণীয় সে বিষয়ে প্রতিটি ষ্টেশনে সচেতনতা করেন।রেলে যাতায়াতের সময় যে কোন সমস্যা কিংবা বিপদে “১৮২” নম্বরে ফোন করে সাথে সাথে পরিষেবা পাওয়া যাবে সেই তথ্য সম্পর্কিত বিষয়ে প্রতিটি ষ্টেশনে সাধারণ রেলযাত্রীদের কে নিরাপত্তাও সচেতনতা করেন রেলপুলিশ।
মঙ্গলবার সকালে এমনই এক নিরাপত্তা ও সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন রেলপুলিশের ক্যানিং আউট পোষ্টের বিজয় কুমার,সহদেব যাদব,মন্টু চন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা।
সহদেব বাবু বলেন “রেলে যাতায়াতের সময় সাধারণ যাত্রীরা নানান ধরনের সমস্যার সম্মূখীনে পড়ে হতাশ হয়ে যান,সেই মুহুর্তে যদি ১৮২ নং(টোল ফ্রি)ফোন করে সমস্যার কথা জানায় তাহলে সমস্যা সেই মুহুর্তে সমাধান করা সম্ভব।যাতে করে সাধারণ যাত্রীরা “১৮২” নং সম্পর্কে সচেতন হন সেই উদ্দেশ্যে অমাদের এই প্রচার”।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট