ব্যাঙ্কের প্রতিনিধি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা গুন্ডাবাজি করে বলে অভিযোগ


সোমবার,৩০/০৭/২০১৮
1026

সুমন করাতি---

গত ২৯ শে জুলাই কোন্নগর সমবায় ব্যাঙ্কের প্রতিনিধি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা গুন্ডাবাজি করে বলে অভিযোগ। ব্যাপক ছাপ্পা ভোট করে ভোট লুঠ করে। ভোট লুঠের প্রতিবাদ জানিয়ে পোগ্রেসিভ ব্যাঙ্ক ফোরামের সদস্যরা ভোট বয়কট করে পুনরায় নির্বাচনের দাবি জানায়। সমবায় ব্যাঙ্কের ভোট লুঠের প্রতিবাদ জানিয়ে আজ চলচ্চিত্রম মোড়ে পোগ্রেসিভ ব্যাঙ্ক ফোরামের পক্ষ থেকে প্রতিবাদ সভা সংঘটিত হয়। এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফোরামের পক্ষ থেকে গৌতম কর, তপতী সরকার, কোন্নগর গণতান্ত্রিক নাগরিক সমিতির পক্ষে অনিল মালি,নবগ্রাম নাগরিক সমিতির পক্ষে রতনানন্দ চক্রবর্তী সহ প্রমুখ নেতৃবৃন্দ । এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ফোরামের অন্যতম নেতৃ সর্বাণী মুখার্জি ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট