ঘটনাটি ঘটে পাণ্ডুয়া স্টেশনে সকাল ৮:৩০ নাগাদ। দীর্ঘক্ষন ধরে ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে ক্ষোভ যাত্রীদের মধ্যে। জয়নগর প্যাসেঞ্জার ট্রেনের চালক আগুন বুঝতে পেরে ট্রেন দাঁড় করিয়ে দেন।স্টেশন মাস্টার কে খবর দেওযা হয়।কিছু ক্ষনের মধ্যেই চালকের তৎপরতা আগুন নিভে গেলেও। মেকানি না আসায় দাঁড়িয়ে থাকে ট্রেন। ব্যাটারি পাশে জয়েন্ট বক্সে সর্ট সার্কিট হওয়ার ফলেই আগুন লাগে বলে জানা গেছে।
ট্রেন যাত্রীদের অভিযোগ ট্রেন আস্তে থাকার ফলেই আগুন তাড়াতাড়ি ছাড়েনি।প্রথম কামরায় আগুন ছড়িয়ে গেলেই গোটা ট্রেন ধরে যেত।একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। রেল কর্তৃপক্ষ এর এ বিষয়ে নজর দেওয়া উচিত ছিল।