মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করলো শতাধিক শিশু কিশোর


রবিবার,২৯/০৭/২০১৮
490

বাংলা এক্সপ্রেস---

অসহায় মানুষের প্রতি তাঁর আকুতি বুকে নিয়ে মৌন মিছিল এর সূচনা হয়। ক্ষুদিরাম মূর্তি, গান্ধী মূর্তির পাদদেশ হয়ে মিছিল শহর পরিক্রমা করে । আজ মেদিনীপুর শহরে শতাধিক শিশু কিশোর দিল্লিতে অনাহারে শিশু মৃত্যুর মর্মন্তুদ ঘটনার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে। বিদ্যাসাগর মূর্তি পাদদেশে সমবেত হয়ে তাঁর ১২৮ তম প্রয়ান দিবসে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

শতাধিক শিশু কিশোরদের নিয়ে এই কর্মসূচি করেন কমসোমল এর জেলা ইনচার্জ তনুশ্রী বেজ, ও ধ্রুবজ্যোতি প্রামানিক, প্রীতি আইচ, রীম্পি সাহু সহ শিশু কিশোর বাহিনী র সংগঠকরা ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট