হিন্দমোটর স্টেশন রোডে হামলা


শনিবার,২৮/০৭/২০১৮
602

নিজস্ব সংবাদদাতা---

হিন্দমোটর স্টেশন রোডের রাজমোহন পাল স্কুল রোডের শিলা চৌধুরী আজ দুপুরে বাড়িতে একা ছিলেন। সেই সময় চিন্তাই কারী বাড়ির ছাদের দরজা দিয়ে ঢোকে ও শীলা দেবীর উপরে হামলা করে,এলো পাথাড়ি ছুরি দিয়ে কোপায় ও কাপড় কাচার ব্যাট দিয়ে মাথা থেঁতলে দেয়। প্রাথমিক ভাবে এলাকার মানুষ মনে করছে এই এলকায় দুপুরের দিকে ফাঁকা থাকার সুযোগে বাড়িতে চুরি করতে ঢুকে ও লোক থাকায় আঘাত করে পালিয়ে যাই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট