ছেলের হাতে বাবা খুন। মৃত ব্যাক্তির নাম মিস্টার সেখ(৪৫)। ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রে ইসলামপুর থানার কানাপাড়া হুড়শি মোল্লাডাঙ্গা পুরন্দরপুর এলাকায়। গতকাল রাতে অভিযুক্ত ছেলে আনোয়ার সেখ তার স্ত্রীকে কে মারধোর করছিল। সেই সময় আনোয়ারের মা চিৎকার শুরু করলে বাবা মিস্টার সেখ প্রতিবাদ করতে ছুটে আসে। তারপর তাদের মধ্যে গন্ডগোল বেধে যায়। সেই সময় ছেলে আনোয়ার সেখ ধারালো অস্ত্র দিয়ে বাবা মিস্টার সেখকে এলোপাথাড়ি কোপাতে থাকে। ক্ষতবিক্ষত ও আশঙ্কাজনক অবস্থায় মিস্টার সেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাত্রে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ইসলামপুর থানার পুলিস ঘটনার তদন্তে নেমে মিস্টার সেখের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযুক্ত ছেলে পলাতক বলে জানা গিয়েছে।
এবার “বাংলা এক্সপ্রেস” আপনার মোবাইলে, ডাউনলোড করুন বাংলা এক্সপ্রেস ফ্রি মোবাইল অ্যাপ