বল ভেবে খেলতে গিয়ে শকেট বোমা ফেটে গুরুত্বর জখম এক বালক


বৃহস্পতিবার,২৬/০৭/২০১৮
526

বাংলা এক্সপ্রেস---

বিকেলে স্থানীয় একটি পরিতক্ত বাড়িতে মোতি সেখ এবং কয়েকজন শিশু খেলছিল। বল ভেবে খেলতে গিয়ে শকেট বোমা ফেটে গুরুত্বর জখম এক বালক। জখম বালকের নাম মোতি সেখ(৮)।  জখম বালকের বাড়ি বহরমপুর থানার পঞ্চাননতলা এলাকার বদরপুর কদবেলতলা এলাকায়। ওই বাড়ির ছাদে একটি শকেট বোমা রাখা ছিল। ওই শিশুটি বল ভেবে খেলতে গেলে প্রচন্ড শব্দে বিস্ফোরন ঘটে।

ঘটনায় গুরুত্বর জখম হয় মোতি সেখ নামে ওই বালক। বোমা বিস্ফোরনের প্রচন্ড শব্দের পরে স্থানীয়রা ওই বাড়িতে ছুটে যায় এবং আহত বালককে নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও এই ঘটনায় এলাকার বাসিন্দারা কেউ মুখ খুলতে চাননি।

https://youtu.be/29tcYeBKxBg

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট