বঙ্গীয় সাহিত্য পরিষদ নিবেদিত ‘ইলা চন্দ স্মৃতি পুরস্কার’ পেলেন লেখক শামিম আহমেদ


বৃহস্পতিবার,২৬/০৭/২০১৮
1719

ফারুক আহমেদ---

আজ কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ নিবেদিত ‘ইলা চন্দ স্মৃতি পুরস্কার’ পেলেন লেখক শামিম আহমেদ। বঙ্গীয় সাহিত্য পরিষদ ভবনে ‘ইলা চন্দ স্মৃতি পুরস্কার’ তুলে দেওয়া হয় সাহিত্যিক শামিম আহমেদ-এর হাতে। ২৫ জুলাই বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে প্রতিবছর সমুজ্জ্বল প্রতিভাকে সম্মানিত করে বঙ্গীয় সাহিত্য পরিষদ। বাংলা সাহিত্যে বলিষ্ঠ লেখক ও কথাসাহিত্যিক শামিম আহমেদ বেলুড় রামকৃষ্ণ বিদ্যামন্দির কলেজে দর্শন পড়ান। তাঁর রচিত কিছু গ্রন্থ পাঠকমহলে দাগ কেটেছে এবং বেস্টসেলার হিসেবেও বেশ সাড়া ফেলেছে। তাঁর প্রথম জনপ্রিয় লেখা ‘চতুর্থ মানুষ’ ধারাবাহিক প্রকাশিত হয় উদার আকাশ পত্রিকায়। তারপর থেকে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে শামিম আহমেদ সাহিত্যাকাশে এক উজ্বল নক্ষত্র। তাঁর রচিত উপন্যাস ‘সাত আসমান’ নানা ভাষায় সমাদৃত ও অনূদিত হয়েছে। তিনি ইতিপূর্বে ‘উদার আকাশ’ সাহিত্য পুরস্কার পেয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট