বর্ষা পড়তেই সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃক্ষ রোপন কর্মসূচী।জেলায় জেলায়,ব্লকে ব্লকে চলছে এই যঞ্জ।কোথাও কলেজ,কোথাও স্কুল আবার কোথাও পঞ্চায়েত। কোথাও আবার পুলিশের উদ্দোগে চলছে বৃক্ষ রোপন।এই কাজে হাত লাগালো ক্যানিংয়ের জীবনতলা থানার পুলিশও।সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে গাছ বসাতে ছাতা মাথায় দিয়েই নেমে পড়েন ওসি সুভাষ ঘোষ।
একটি গাছ,একটি প্রাণ শ্লোগান কে সামনে রেখে পুলিশের এই বৃক্ষ রোপন কর্মসূচী।পুলিশের পক্ষ থেকে বৃক্ষ রোপনের অসিম উপকারিতার কথাও সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়।নাগরিকদের কাছেও অন্তত একটি করে গাছ বসানোর আহ্বান জানায় পুলিশ।