“দিদি আমাদের বাঁচান” আর্তনাদ বিশ্ববাংলা কেবল অপারেটর ইউনিয়ানের


বুধবার,২৫/০৭/২০১৮
806

বাংলা এক্সপ্রেস---

আজ রানী রাসমনি রোডে সারাবাংলার কেবল অপারেটর দের নিয়ে আয়োজিত হয় এই সভা। সেখানে সারা বাংলার কেবল অপারেটরগন তাদের দাবি গুলো তুলে ধরেন জন সমক্ষে। নিয়মিত ভাবে নানা বঞ্চনার শিকার তারা।এছাড়া এই দিনে তাদের নানা দাবি গুলি তুলে ধরেন রানী রাসমনি রোডের মঞ্চ থেকে। এই সমাবেশে হাজির ছিলেন হাজার হাজার কেবল অপারেটর।

সারাদিন ধরে বৃষ্টি উপেক্ষা করে তারা নামেন, রাজপথে। এছাড়া বিশিষ্ট কিছু জন এই দিনে উপস্থিত সকলের সামনে তাদের কর্মসুচি ও অভাব অভিযোগ গুলি তুলে ধরেন। এছাড়া আজকের মঞ্চে উঠে আসে নীলচাষী দের কথা, কিভাবে সাধারন মানুষ দের সেই সময় নীলচাষী দের উপর অত্যাচার চালাত ব্রিটিশ প্রতিনিধিরা। আজ ঠিক তেমনি এম এস ও গুলি তাদের উপর অর্থাৎ কেবল অপারেটর দের উপর শোষন চালাচ্ছে। এদিনের মঞ্চ থেকে উঠে আসে কেবল অপারেটর দের মুখ থেকে নানান অভাব অভিযোগ এর কথা। তাদের এই সভার মুল লক্ষ্য ছিল সরকারের দৃষ্টি আকর্ষণ করা। তাদের মহামান্য মাননীয়া মুখ্যমন্ত্রী কাছে একটাই দাবি ” দিদি আমাদের বাঁচান।

https://youtu.be/Bqrj8zd8ewM

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট