পথ দুর্ঘটনায় নিহত বাইক আরোহী


বুধবার,২৫/০৭/২০১৮
471

কাজী হাফিজুল---

বুধবার সকাল ১০টার সময়ে ভাঙড়ের কাশিপুর থানার ডিবডিবে বাজারে লারির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এক বাইক আরোহীর নিহত হন।নিহত ব্যাক্তির নাম পাবণ মন্ডল।বাড়ি উত্তর২৪ পরগনার শাসন থানার কালিকাপুর গ্রামযের বাসিন্দা।

কাশিপুর থানার সূত্রে খবর, “আমরা দ্রুত লাশটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।হেলমেট না থাকার কারণে এই বিপর্তি বলে জানিয়েছে।”
এ স্বানীয় সূত্রে খবর, শ্যামনগরে দিক থেকে ইঁটের লরি লাউহাটি র দিকে যাচ্ছিল অপর দিক থেকে বাইক আরোহী আসলে ডিবডিবে আসলে এই বিপর্তি।
এরফলে এ স্থানীয়রা টানা দুই ঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট