কারগিল যুদ্ধে ভারতীয় বোমার হাত থেকে অল্পের জন্য বেঁচে যান পাকিস্তানি প্রধানমন্ত্রী


বুধবার,২৫/০৭/২০১৮
1565

বাংলা এক্সপ্রেস---

১৯৯৯ সালে ভারত-পাকিস্তানের মাঝে কারগিল যুদ্ধে ভারতীয় বোমার হাত থেকে অল্পের জন্য বেঁচে যান পাকিস্তানি প্রধানমন্ত্রী৷ সম্প্রতি সেই যুদ্ধের এমন এক বিষয় প্রকাশ্যে এসেছে, যা সত্যি হলে হয়তো আজ ইতিহাসই পাল্টে যেত। কারগিল যুদ্ধ যখন চরমে ওঠে সে সময়, ১৯৯৯ সালের ২৪ জুন সকাল প্রায় ৮.৪৫ মিনিট নাগাদ ভারতের বিমানবাহিনীর একটি জাগুয়ার এলওসি থেকে পাকিস্তানি সেনাদের প্রধান আস্তানা টার্গেট করে হামলা চালায়৷ লেজার গাইডেড সিস্টেমের মাধ্যমে বোমা ফেলার জায়গা চিহ্নিত করার কাজ করছিল এই জাগুয়ার৷

এর পেছনের দ্বিতীয় জাগুয়ারটি সেই স্থানে বোমা ফেলার কাজটি করার কথা ছিল৷ কিন্তু এই দ্বিতীয় জাগুয়ার লক্ষ্যভ্রষ্ট হয় এবং পাকিস্তানি সেনার প্রধান ঘাঁটি একটুর জন্য রক্ষা পেয়ে যায়৷ যদি দ্বিতীয় বিমানটি ঠিকভাবে কাজ করতে পারত তাহলে বোমাটি লক্ষ্যভ্রষ্ট হত না। ফলে সেই আক্রমণেই পাকিস্তানের প্রাক্তন আর্মি জেনারেল পারভেজ মুশারফ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মৃত্যু হতে পারত৷ ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, ২৪ জুন জাগুয়ার যে হামলা করে সে স্থানে বোমা পড়েনি৷ পরে জানা যায়, এই হামলার সময় পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ টার্গেট করা স্থানে উপস্থিত ছিলেন৷ যদিও বোমা ফেলার আগে এই তথ্যটি কারও কাছে ছিল না বলেও জানা যায়৷ আগামী ২৬জুলাই ভারতীয় সেনারা পালন করতে চলেছে কারগিল ‘বিজয় দিবস’৷ তার আগেই প্রকাশিত হলো সেই যুদ্ধ বিষয়ে এই তথ্য।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট