রিষড়ার সব অটো টোটো বন্ধ করে প্রতিবাদে সামিল হল অটো টোটো চালকরা। আজ সকাল থেকে রিষড়া বাজারে বিক্ষোভও করে তারা। অটো টোটো চালকদের দাবী অবিলম্বে নতুন গাড়ি বন্ধ করতে হবে। প্রতিদিনই রিষড়ায় নতুন নতুন অটো টোটোর আমদানী হচ্ছে তাতে আয় কমছে পুরোনোদের। আজ ২৫ টি টোটো রিষড়ায় চলার জন্য নামে তাতেই ক্ষোভ বারে আগে থেকেই যারা অটো টোটো চালাচ্ছেন তাদের। আই এন টি টি ইউ সি ইউ নিয়নের ব্যানারে বিক্ষোভ চলতে থাকে।তাদের অভিযোগ কিছু কাউন্সিলরের মদতে নতুন অটো টোটোয় ভরে গেছে রিষড়া তাতে অসুবিধা হচ্ছে সবারই। বার বার বললেও কেউ শোনেনি। সব রুটের গাড়ি বন্ধ করে দিয়ে প্রতিবাদে সামিল হয় তারা। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চায় অটো টোটো চালকরা।
অটো টোটো চালকদের বিক্ষোভ
বুধবার,২৫/০৭/২০১৮
601
বাংলা এক্সপ্রেস---