ভাঙড়ের কাঠালিয়াতে কাশিপুর থানার উদ্দোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী অনুষ্ঠিত হল।কর্মসূচীর অংশ হিসাবে এক বর্ণাঢ্য রোড শো ৯১ রোড পরিক্রমা করে।পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারের পাশাপাশি রোড শো-তে অংশ নেয় কাঠালিয়া উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারাও।রোড শো-এর সঙ্গে চলে সচেতনতা মুলক মাইক প্রচার।
পুলিশের এই কর্মসূচীতে যোগদান করেন স্থানীয় জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন,ভাঙড় ২ ব্লকের কর্মাধ্যক্ষ্য অহিদুল ইসলাম,আব্দুর রহিম ও আব্দুল অদুদ।তারা প্রত্যেকেই পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানান।