মৃতার নাম হাবিবা বিবি(২৫)। তার বাড়ি হরিহরপাড়া থানার রামপাড়া গ্রামে। প্রায় সাতাশি জন মহিলা অপারেশনের জন্য নাম নথিভুক্ত করেছিলেন।স্থানীয় সুত্রে খবর শনিবার হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে লাইগেশন অর্থাৎ বন্ধ্যাত্যদুরীকরন অপারেশন চলছিল। অপারেশন করছিলেন দুজন গাইনো সার্জেন । তিন নম্বর সিরিয়ালে অপারেশন হয় হাবিবা বিবির।অপারেশনের পরই শারীরিক অবনতি হয় হাবিবার। তড়িঘড়ি তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
বহরমপুর নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে