২০১৮ সালে প্যান্ডেল ভেঙেছে,২০১৯-এ মোদী সরকার ভাঙবে। আজ ২৫তম শহীদ দিবসের সভামঞ্চ থেকে এভাবেই বিজপিকে আক্রমণ করেন তৃণমুল যুবরাজ অভিষেক ব্যানার্জি। তৃণমুল যুব কংগ্রেসের ডাকে ২১ জুলাই এর সমাবেশে যুবরাজ বলেন,আগে প্যান্ডল সামলা,তারপর ভাববি বাংলা। তিনি আরও বলেন যাদের প্যান্ডেল সামলানোর ক্ষমতা নেই তারাই আবার দেশ সামলাবে।
উল্লেখ সম্প্রতি মেদিনিপুরে প্রধান মন্ত্রীর সভা চলাকালিন আচমকা ভেঙে পড়ে প্যান্ডেলের একাংশ। এতে বেশ কয়েকজন বিজেপি সমর্থক আহত হন।কয়েক জন কে হাসপাতালেও ভর্তি করতে হয়।
২০১৮-য় প্যান্ডেল ভেঙেছে, ২০১৯-এ মোদী সরকার ভাঙবে: অভিষেক
শনিবার,২১/০৭/২০১৮
753
সাদ্দাম হোসেন মিদ্দা---