আরাবুলের জামিনের দাবীতে সোশাল মিডিয়ায় সরব অনুগামীরা


শনিবার,২১/০৭/২০১৮
1567

সাদ্দাম হোসেন মিদ্দে---

সম্প্রতি জমি জীবীকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির মুখপাত্র তথা সিপিআইএম (এল) রেডস্টার নেতা অলিক চক্রবর্তী জামিন পেয়েছেন।শর্ত সাপেক্ষে বারুইপুর মহকুমা আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন।তবে তিনি আপাতত ভাঙড় ও রাজারহাট এলাকায় ঢুকতে পারবেন না ।এলাকায় ঢুকতে না পারলেও অলিকের জামিনে খুশির আমেজ জমি আন্দোলন কারিদের মধ্যে।

অন্য দিকে আরাবুলের জামিন আদালতে বারবার খারিজ হওয়ায় ক্ষুব্ধ অনুগামীরা।একাধিক ফেসবুক পোস্টে অনুগামীরা তার দ্রুত জামিনের দাবীতে সরব হয়েছেন ।রাষ্ট্রদ্রোহ ,খুন, অগ্নি সংযোগ ,সরকারি সম্পত্তি নষ্ট সহ ৩৪ টি মামলায় অলিক মুক্তি পেলেও মিথ্যা ও সাজানো খুনের মামলায় আরাবুলের কেন হাজতে থাকতে হবে।মুখ্যমন্ত্রীর কাছে তাদের আর্জি তাদের নেতাকে তাদের কাছে ফিরিয়ে দিন ।এবিষয়ে আরাবুল পুত্র তথা পোলেরহাট ২ জিপির প্রধান হাসিমল ইসলাম বলেন, ভাঙড়ের মানুষ আরাবুল ইসলামকে ভালোবাসে।তাকে ছাড়া ভাঙড়বাসি ভাঙড়কে ভাবতে পারেনা।সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে জেলে থেকেই জয় তার প্রমাণ।। তিনি আরও বলেন,মুখ্যমন্ত্রীর উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে।অচিরেই সত্য প্রকাশ পাবে।আশা করি বাবা খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট