বালুরঘাটে বাংলাশ্রী বাস, খুশি জেলাবাসি


শনিবার,২১/০৭/২০১৮
489

বাংলা এক্সপ্রেস ---

দক্ষিন দিনাজপুরঃ শুক্রবার রাতে বালুরঘাট থেকে শুরু হল সরকারি বাংলাশ্রী বাস পরিষেবা। যাত্রী স্বাচ্ছন্দ্যর কথা মাথায় রেখে অত্যাধুনিক এই বাস চালুর পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। দিন কয়েক আগে এই প্রকল্পর সূচনা করা হলেও শুক্রবার বালুরঘাট থেকে প্রথম কলকাতা যাত্রা শুরু হয়।

ঘটনা অনুযায়ী জানা যায়, বৃহস্পতিবার কলকাতা থেকে এই গাড়িটি বালুরঘাট ডিপোটে এসে পৌঁছেছে। ডাব্লুবিটিসি-র অধীনে বালুরঘাট থেকে প্রতিদিন রাত ৮টা নাগাদ এই বাস রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে। ৫০ আসনের ভলভো এই গাড়িটির ভাড়া ৯৪৫ টাকা। একটি বেসরকারি টিকিট সেলিং এজেন্ট দ্বারা টিকিট পাওয়া যাবে। যাত্রী পরিষেবার নয়া দিগন্তে খুশির হাওয়া বালুরঘাটে

প্রসঙ্গত, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বালুরঘাট ডিপো থেকে ছোট, মাঝারি এবং দূরবর্তী রুটে মোট ৩৬টি বাস পরিষেবা রয়েছে । এর মধ্যে দূরবর্তী বালুরঘাট কলকাতা রুটে সকালে তিনটি এবং রাতে দুটি বাস চলে প্রতিদিন। এর সঙ্গে এবার চলাচলা শুরু করল অত্যাধুনিক ভলভো। তবে একমাত্র এই পরিষেবা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ডাব্লুবিটিসির অধীনে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট