শহীদ স্মরনে ধর্মতলায় আজ সমাবেশ


শনিবার,২১/০৭/২০১৮
649

বাংলা এক্সপ্রেস ---

আজ শহীদ দিবস।শহীদ স্মরনে বিশাল সমাবেশ অনুস্টিত হচ্ছে আজ ধর্মতলায়।আজ মাননীয় মুখ্যমন্ত্রী টুইট করেন ” আজ থেকে ২৫ বছর আগে ১৯৯৩ সালে ১৩ জন কর্মি কে হত্যা করেছিল ততকালিন সরকার।প্রত্যক বছরের মত এই বছর ও শহীদ স্মরনে ধর্মতলায় সমাবেশ অনুস্টিত হতে চলেছে।সারা বাংলা থেকে আজ কর্মি ও সমর্থক রা আসছেন শহরে।সবারে করি আহব্বান।আজ ধর্মতলার উদ্দেশ্য রওনা দিয়েছে অনেক সাধারন মানুষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট