দিদি কে লেখা চিঠি!


শুক্রবার,২০/০৭/২০১৮
1009

ফেসবুক থেকে সংগৃহীত

মাননীয়া মুখ্যমন্ত্রী,

জানিনা আমার এই চিঠিটি আপনার কাছে অব্দি পৌঁছাবে কিনা। এই দেশের খুব সাধারণ একজন নাগরিক আমি। স্টুডেন্টরা অনশন করছে খবরটা আর নতুনকরে বলে বর্ণনা করছিনা। তবে অনশনের ২৫৯ ঘন্টা। আজকে দশদিন হয়ে গেলো। খবরটা সেদিন পাওয়ার পর থেকে বিশ্বাস করুন মুখে খাবার তুলতে গেলে দ্বিধা হচ্ছে। পারছিনা। পারছেন না আমার মতো আরো সব মানুষেরা।আমাদের মতো সাধারণ মানুষরাই তো ভোট দিয়ে একদিন নিয়ে এসেছে আপনাদেরকে। বলা হয় জনতা জনার্দন। তাই সেই অধিকারে আপনার কাছে আমাদের এই আবেদন। আজ এই সামান্য ব্যাপার নিয়ে আন্দোলনটি আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই। অনশনরত স্টুডেন্টদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। প্লিজ আপনারা ছাত্রদের সাথে একটু ভালোবেসে কথা বলুন। ওদের দাবিটুকু মেনে নিন। আমরা ওদেরকে বেঁচে আছে দেখতে চাই। আমাদের দাবি এটুকুই।আমি কোনও ধরনের রাজনৈতিক রঙ লাগুক এটা ব্যক্তিগতভাবে চাইনা। যে হোস্টেলগুলো আছে, শুনলাম সেগুলোর অবস্থা শোচনীয়। এই বাচ্চাগুলো অনশন করছে এটা আর ভালো লাগছেনা। একবার ওদের সাথে কথা বলুন দিদি প্লিজ। একটু বিবেচনা করা হোক ওদের জন্যে। আপনি ওদের পাশে দাঁড়ালে আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে।
মৌসুমী মণ্ডল দেবনাথ
সায়ন্তনী বসু চৌধুরী
যুগান্তর মিত্র
চন্দ্রাণী বসু
মৃণাল ঘোষ
কোজাগরী নির্জন মোহনা
বিশ্বজিৎ দাস

যাঁরা আমার সাথে সহমত তাঁরা প্লিজ চিঠিটিতে নিজের নাম লিখুন ও শেয়ার করুন।
বাংলা এক্সপ্রেস মানবতার কথা বলে সর্বদা। আশা করি এই ঘটনার সুস্থ সমাপ্তি হবে। আপনারা আর বেশী বাংলার সংবাদ পড়তে ভিজিট করুন আমাদের ওয়েব পেজে www.banglaexpress.in

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট