বাংলা এক্সপ্রেস বিশেষ প্রতিনিধিঃ জঙ্গল মহল’ শুনলেই কেমন একটা গা ছমছমে ভাব, ২০১০ সাল পর্যন্ত যেখানে মাওবাদী বোমার হানায় , উড়ে যেত প্রশাসনিক দপ্তর, ঝরে যেতো কত প্রাণ, ১৫ ই জুলাই সেই জঙ্গল মহলেই উপস্থিত হয়েছিলো নব দিগন্ত টিম, কিছু সমাজ কল্যাণ মূলক কাজের তাগিদে। বাঁকুড়া জেলায় রানীবাঁধ থানার একটি প্রত্যন্ত ছোট্ট গ্রাম খাতাম এ পৌঁছে যায় নব দিগন্ত। ওখানে মেডিকেল ক্যাম্প ও জামাকাপড় বিতরণ করা হয়। সকাল ১০ টা থেকে কাজ শুরু হলে একে একে জঙ্গলের ওই লাল মাটির গ্রাম এর সমস্ত মানুষ উপস্থিত হয়। আদিবাসী অধ্যুষিত এলাকা, জরাজীর্ণ অবস্থা প্রায় সব মানুষেরই, অনেকে পেট পুরে এখনও সকালে খেতে পায়না প্রায়দিন, সে কি করুন দৃশ্য! কান্না পেয়ে যায় ওদের গল্পে। নব দিগন্ত এর সফর আজ বোধ হয় কোনো না কোনো অংশে সফল এই খাতাম এ আসতে পেরে।।
মেডিকেল ক্যাম্পে প্রেসার, সুগার, ওজন মাপা হয়, সঙ্গে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় ও বিভিন্ন পরামর্শ দেওয়া হয়, প্রায় ২০০ জনের। পাশাপাশি চলতে থাকে বস্ত্র বিতরণ, উপচে পড়ে মানুষের ভিড়, একে একে তারা বেছে নেয় নিজের পছন্দ মত নতুন পোষাক, হাসি মুখে ফিরে যায়। সমস্ত দৃশ্য দেখে, স্থানীয় মানুষের কাছে তাদের দুর্দশার কথা শুনে নব দিগন্ত টিমের সবাই খুব আবেগ প্রবন হয়ে পড়ে। তারা বলতে থাকে আমাদের আরোও আগে এখানে আসা উচিত ছিল। তবে হ্যাঁ এরকম একটা জায়গায় গিয়ে কাজ করাটা সম্ভব হয়েছে খাতাম এর সুন্দর একটি স্থানীয় সংস্থা ‘সংকল্প’ এর সাহায্যে। নব দিগন্ত এর পক্ষ থেকে জানানো হয় এমন স্থানীয় সাহায্য পেলে নব দিগন্ত ভবিষ্যতে আরো কাজ এই এলাকায় করতে পারবে, স্থানীয় মানুষ ও সংকল্প কে ধন্যবাদ জানান নব দিগন্ত এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ডাঃ ফারুক হোসেন গাজী ও তার টিম। এ এক অন্য ধরণের অভিজ্ঞতা নিয়ে সবাই জঙ্গল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়, জঙ্গলের মানুষের পাশে নিয়মিত থাকার সংকল্প নিয়ে।

Satwajit Mondal

Share
Published by
Satwajit Mondal

Recent Posts

আন্দোলনের নামে পুড়ে ছাই বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড “জলের গান”

'বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি/ শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক…

1 month ago

বাংলাদেশ : মাথায় রাখতে হবে ঘুমন্ত সব রা*ক্ষস এখন জেগে উঠবে

মুহাম্মদ হোসাইন: একটা বিষয় পরিষ্কার বলে দেই। পাবলিক ভার্সিটির কোটা বিরোধী আন্দোলন নিয়ে সাধারণ জনগনের…

1 month ago

ছেলের হাতে খুন “মা”, ঘটনার জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য

ছেলের হাতে মা খুন, প্লাস্টিক মুড়ে বাড়ির মধ্যেই ফেলে রাখলো ছেলে। রাতেই মহিলার রক্তাক্ত দেহ…

1 month ago

AIIFA টেকসই স্টিল উৎপাদক সমিতি কলকাতায় একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করলো

কলকাতা: এআইআইএফএ টেকসই স্টিল উৎপাদক সমিতি, যা সেকেন্ডারি স্টিল শিল্পের অনন্য কণ্ঠস্বর, আজ কলকাতার দ্য…

1 month ago

মগরাহাটে গুলিবিদ্ধ ব্যবসায়ী, ৭ লক্ষ টাকা লুঠ

দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটে এক ব্যবসায়ীকে গুলি করে সর্বস্ব লুট করে চম্পট দুষ্কৃতী দলের।…

2 months ago

২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু, সভাস্থল পরিদর্শনে তৃণমূল নেতারা

শুধু শহীদ স্মরণ নয়, লোকসভা নির্বাচনে বিরাট সাফল্যের পর রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর সমাবেশ। একুশে জুলাই…

2 months ago