আমন্ত্রণ


মঙ্গলবার,১৭/০৭/২০১৮
1210

॥আমন্ত্রণ ॥

তোমার অবজ্ঞার পলি দিয়ে
পাঁচিল গেঁথেছি নিপুণ হাতে
চাঁদগুঁড়ো চাঁদনিতে ।
নিঃশব্দ রিংটোনে…
তিলে তিলে গেছি সরে,
ফাঁকটাকে আরও ফাঁকা করে !

সে’দিন বৃষ্টি থেমেছিল…
সম্পর্কহীন সূতো দাগ কেটেছিল
সময়ের উঠোনে,
ভালোবাসতে বলেছিল প্রাণপণে ।
পরিধিটা ছিঁড়ে গেছে
উদাসীন হাওয়ায়…
স্বাতী নক্ষত্র জড়িয়ে
আমি অন্য তারায়,
অবজ্ঞার অপমৃত্যুতে
যেখানে প্রেম জন্মায় ।

যদি স্পর্ধা থাকে,
পাঁজা ভেঙে মূঢ় অভিমানে
এসো বোধনে…
আমার অন্য জীবনে !

…..সুনন্দা হালদার ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট